চাঞ্চল্যকর তথ্য CMIE – এর! হতাশায় চাকরি খোঁজা ছেড়েছেন ৪৫ কোটি ভারতীয়

দেবজিৎ মুখার্জি: চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলো ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE)। কাজ না পাওয়ার হতাশায় চাকরি খোঁজা ছেড়েছেন ৪৫ কোটি ভারতীয়। মহিলাদের মধ্যে এই প্রবণতা রীতিমতো উদ্বেগজনক পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

    তথ্য বলছে, এই অবস্থার জন্য দায়ী নয় করোনা। এই পরিস্থিতি কাজের সুযোগ তৈরির ক্ষেত্রে সার্বিক ঢিলেমি ও অদূরদর্শিতারই পরিণতি। ২০১৭ সালে তো করোনার নামগন্ধ ছিল না। সেই সময় থেকেই শুরু। তারপর পরবর্তী পাঁচ বছরে শ্রমিকদের কাজে যোগদানের হার ৪৬ থেকে নেমে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। এখন মাত্র ৯ শতাংশ মহিলা আপাতত কাজে যুক্ত রয়েছেন কিংবা কাজ খুঁজছেন।