|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সমস্ত ব্লকে এই কর্মসূচির শুভ সূচনা করলেন সি এমও এইচ জয়ন্ত কুমার শুকুল। প্রধানমন্ত্রীর টিভি মুক্ত ভারত অভিযানকে সফল করতে গত মঙ্গলবার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মধ্যে ১৩টি ব্লক হাসপাতাল ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে, প্রায় পঞ্চাশ জন টিবি রোগীদের পাশে নিকশয় মিত্ররা ৬ মাসের জন্য পুষ্টিকর খাদ্য প্রদান এর মাধ্যমে কর্মসূচি পালন করেন। এদিন সি এমও এইচ কুমার সুকুল তিনি টি বি রোগীদের হাতে পুষ্টিকর খাদ্যদ্রব্য উপহার তুলে দেওয়ার মাধ্যমে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় সমস্ত ব্লকে এই কর্মসূচী শুভসূচনা করলেন।
উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শুকুল,ডেপুটি সি. এম. ও. এইচ ডাঃ সোনালী দাস ও ডাঃ হিমাদ্রি হালদারও ডাঃ আকবর হোসেন মন্ডল সহ জেলা টি বি ইউনিট এর সকল আধিকারিক বৃন্দ।