কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সম্পর্কে কেন তাঁকে কিছু জানানো হল না, টুইট রাজ্যপালের

রাজিবুল হোসেন, কোচবিহার : আগামী ১৪ ফেব্রুয়ারি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তন উৎসব।এই সমাবর্তন হবে কোচবিহার শহরের উৎসব অডিটোরিয়ামে।এর জন্য প্রকাশিত আমন্ত্রণ পত্রে রাজ্যের চার মন্ত্রীর নাম থাকলেও নাম নেই বিশ্ববিদ্যালয়ে আচার্য তথা রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের।আর এই ইস্যুকে সামনে এনে রীতিমত টুইট করলেন বিশ্ববিদ্যালয়ে আচার্য।

    যদিও বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের দাবি প্রথা মেনে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়ছিল।কিন্তু আচার্যের কোন রকম উত্তর না পাওায়ায় তার নাম আমন্ত্রণ পত্রে ছাপা যায়নি।রাজ্যপাল টুইট করে জানান, ‘‘কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মনকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়েছে। চ্যান্সেলর, যাঁর সভাপতিত্ব করার অধিকার রয়েছে, তাঁর কাছে কোনও তথ্য নেই! কোনদিকে চলেছি আমরা।”
    তার এই টুইট প্রকাশের পরেই শুরু হয়েছে নয়া বিতর্ক।বিজেপি মনে করছে, রাজনৈতিক চাপেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে আচার্য তথা রাজ্যপালকে আমন্ত্রণ জানায়নি।অন্যদিকে তৃণমূল তরফ থেকে বলা হচ্ছে এর সাথে কোন রাজনৈতিক যোগ নেই,এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে ব্যাপার।