ছত্রিশগড় থেকে কফিনবন্দি সেনাবাহিনীর জওয়ানের মৃতদেহ এসে পৌছালো নদীয়ার দেবগ্রামে, গান স্যালুটে শেষ সম্মান

আদি (বাবুসোনা), নতুন গতি,নদীয়া: ছত্তিশগড়ের সুকমার মারাইগুড়া পুলিশ ক্যাম্পে সহকর্মীর গুলিতে প্রাণ হারানো তিন CRPF জওয়ানের মধ্যে এরাজ্যের নদীয়া কালীগঞ্জ থানার দেবগ্রাম এলাকার রাজীব মন্ডল ছিলেন। গতকাল সকালে প্রথম মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের সাথে শোকের ছায়া নেমে আসে গোটা দেবগ্রামে।

    দীর্ঘ প্রতিক্ষার পর আজ তার কফিনবন্দি মৃতদেহ এসে পৌঁছায় তার দেবগ্রামের বাড়িতে । কান্নায় ভেঙ্গে পড়ে আত্মীয় পরিজন সহ সমগ্র এলাকাবাসী । বীর জওয়ান কে সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয়। আত্মীয় পরিজন এবং এলাকাবাসী তার শেষকৃত্য সম্পন্ন করে, উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারাও।