মৌসুমের শীতলতম দিন শ্রীনগরে, তাপমাত্রা -2.2 

নিজস্ব সংবাদদাতা:  এই মৌসুমের শীতলতম দিন উপভোগ করলো জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। শ্রীনগরের বিভিন্ন এলাকার তাপমাত্রা মাইনাস এর নিচে নেমে যায়।

     

     

    আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সোমবার রাতে শ্রীনগরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ২.২, এছাড়া পেহেলগাও, গোলমার্গ সহ একাধিক জায়গায় তাপমাত্রা মাইনাসের নিচে নেমে গেছে।