কলেজের ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন, ১০ জানুয়ারিঃ মেমারি কলেজ এডুকেশন বিভাগের পরিচালনায় বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেমারি পৌরসভার হাটপুকুর স্টেডিয়াম মাঠে কলেজের সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রীরা, ১০০ মিটার থেকে হাজার মিটার দৌড়, শর্ট পাট স্কিপিং সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী জানান এই ক্রীড়া প্রতিযোগিতায় ইউনিভার্সিটি লেভেলে ও ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীরাও আছে। তিনি ছাত্র-ছাত্রীদের প্রতি বার্তা দেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও প্রয়োজন। যারা খেলাধুলাতেও প্রতিভা দেখাতে পারে তাদেরও কর্মজগতে অনেক সুযোগ আছে। সরকারি বেসরকারি অনেক ক্ষেত্রেই ক্রীড়া জগতে পারদর্শিতার ভিত্তিতে চাকরি দেওয়া হয়ে থাকে এছাড়াও শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও অনেক উপকারে আসে। এদিন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় কলেজের অধ্যক্ষ সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ও ননটিচিং স্টাফেরাও উপস্থিত ছিলেন।