|
---|
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের সংশ্লিষ্ট একটি গ্রামে ধস নামার খবর পাওয়া গিয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে পাহাড় থেকে একটি বড় পাথর নিচে গড়িয়ে পড়ে রাস্তার মাঝখানে, সেই কারণে যায় যান চলাচল। প্রচুর গাড়ি আটকে পড়ার খবর পাওয়া গিয়েছে।
বেশিরভাগ গাড়ি পর্যটকদের বলে জানা গিয়েছে, তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তৎপরতার সাথে চলছে রাস্তা মেরামতি করার কাজ।