আমেরিকা থেকে এসে বীরভূম ঘুরে গেলেন বিশিষ্ট বক্তা, অধ্যাপিকা , লেখিকা তথা সমাজসেবী গায়ত্রী চক্রবর্তী স্পীভাক

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: গায়ত্রী চক্রবর্তী স্পীভাক এই নামটির সঙ্গে অনেকেই সুপরিচিত৷ ইনি কর্মসূত্রে বেশ কয়েক দশক ধরে আমেরিকায় বসবাস করেন৷ বিশিষ্ট বক্তা, অধ্যাপিকা, লেখিকা, অনুবাদক তথা সমাজসেবী রুপে সকলের কাছে তিনি খুবই জনপ্রিয়৷ কয়েকদিন ধরে তিনি বীরভূমের বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি তাঁর আর্থিক সহায়তায় চলা শিক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনও করেন৷ ঢেকারো সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে চলা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল ও শিক্ষা কেন্দ্রগুলি আজও চলছে সরকারী বিদ্যালয়ের পাশাপাশি সমান্তরাল ভাবে৷

    অতীতেও বহুবার তিনি এই ধরণের পরিদর্শনে এসেছেন৷ সরাসরি কথা বলেছেন বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে৷ ঢেকারো শ্রেণির মানুষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশা, তাঁদের সুখ দুঃখের খবর নেওয়া, এই গোষ্ঠীর ছেলে মেয়েদের পড়াশুনা কেমন চলছে প্রভৃতি বিষয়ে খোঁজ খবর নিয়ে থাকেন তিনি৷ বলা যায়, বিশিষ্ট লেখিকা মহাশ্বেতা দেবীর আদর্শে ও কাজ কর্মে অনুপ্রাণিত হয়ে তিনি এভাবে এগিয়ে চলেছেন৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ রাজনগরে এসে একদিন থাকা, পরের দিন শনিবার গাংমুড়ির ঢেকারো সমাজ কল্যাণ সমিতির অফিসে কয়েক ঘন্টা থেকে বীরভূমের বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিটিং করা প্রভৃতিতে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে৷ এদিন বিকেলে তাঁর কলকাতা ফিরে যাওয়ার কথা৷ পরের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষ সভায় বক্তব্য রাখবেন বলে এক প্রশ্নের উত্তরে আজ দুপুরে রাজনগরে এই প্রতিবেদককে জানান তিনি৷ তারপর আমেরিকা ফিরে যাবেন গায়ত্রী দেবী৷