|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে বিভাগের সদ্য প্রয়াত অধ্যাপিকা শমিতা সরকারের স্মরণসভা অনুষ্ঠিত হলো সোমবার বিকেলে। ইতিহাস বিভাগে আয়োজিত এই সভায় প্রয়াত অধ্যাপিকার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ, স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন ও স্মৃতিচারণে মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়।
স্মৃতিচারণায় অংশ নেন প্রয়াত অধ্যাপিকার সহকর্মীগণ, গবেষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা ও শুভানুধ্যায়ীরা। উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক উজ্জ্বয়ন ভট্টাচার্য, বর্ষীয়ান অধ্যাপক গৌতম চন্দ রায়, অধ্যাপিকা সুজয়া দে সরকার, অধ্যাপক দেবযানী দাস, অধ্যাপক শ্যামাপ্রসাদ দে, অধ্যাপক সৌরভ নস্কর, অধ্যাপক নির্মল মাহাতো, অধ্যাপক সন্দীপ কুমার সিনহা প্রমুখ।প্রাক্তনীদের পক্ষে উপস্থিত ছিলেন মঙ্গল নায়েক,সুদীপ কুমার খাঁড়া, হরপ্রসাদ চক্রবর্তী, সেক আবুল,শুভঙ্কর সেনগুপ্ত, কাজী আখতার আলি প্রমুখ।
উল্লেখ্য প্রয়াত শমিতা সরকার ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে প্রখ্যাত ঐতিহাসিক ইরফান হাবিবের তত্ত্বাবধানে এম ফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তী কালে কর্মরত অবস্থায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা হিসেবে যোগ দেন। সামলেছেন বিভাগীয় প্রধানের দায়িত্বও। ভারতীয় ইতিহাস কংগ্রেসে এবং পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের অধিবেশন গুলোতে তিনি নিয়মিত যোগ দিতেন।বিগত বেশ কিছু দিন ধরে কিডনির অসুখ জনিত সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করতে হতো।গত ২৭ শে জুলাই সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় ৫৭ বছর বয়সে তিনি প্রয়াত হন। সেদিন রাতেই বিভিন্ন সমাজমাধ্যমে তাঁর আকস্মিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই তাঁর পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, কর্মক্ষেত্রের সহকর্মী,বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, গবেষকগণ ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিনের কর্মসূচিত সঞ্চালনা করেন বিভাগীয় প্রধান উজ্জ্বয়ন ভট্টাচার্য।