মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ের কমিটির গঠন

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: আজ ১৭ ই নভেম্বর ২০২১ বুধবার মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের(২০২১-২০২২) টার্মের নতুন কমেটি গঠন করা হলো বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলায় হাজার হাজার আলেম উলামা ও জনসাধারণের সার্বিক সহযোগিতায় (৭,২০৮২৫) সাত লক্ষ কুড়ি হাজার আটশত পঁচিশ জন প্রাথমিক সদস্য সংগ্রহ করা হয়। যাহা রাজ্য তথা সারা ভারতবর্ষে জন্য একটা ঐতিহাসিক নজির।

    নতুন কমিটির আলোচনা শুরু হলে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক কারী শামসুদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় জমিয়তের প্রতিনিধি কারি সালাউদ্দিন সাহেবের উপস্থিতিতে সকলের সর্বসম্মতি ক্রমে মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেব ও সভাপতি মাওলানা আবু বকর কাসেমী সাহেবকে নির্বাচিত করা হয়।

    এবং সহ-সভাপতি মাওলানা বাইজিদ মাওলানা কারি নুরুজ্জামান সাহেব এবং সহ সম্পাদক মুফতি ইসরাঈল মুফতি হাবিবুর রহমান ও কোষাধ্যক্ষ হিসাবে মুফতি আলী আকবর মাওলানা শহিদুল ইসলাম সাহেব কে নির্বাচন করা হয়।

    উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাওলানা ক্বারী শামসুদ্দিন আহমেদ সাহেব সাধারণ সম্পাদক রাজ্য জামায়াতে উলামায়ে হিন্দ।