বীরনগরে ছাত্র সমাজের উদ্যোগে কমিউনিটি কিচেন

 

    মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: মালদা জেলার কালিয়াচক-৩ নম্বর ব্লকের বীরনগর গ্রামে ভয়াবহ বন্যা বিধ্বস্ত পরিবারের ঘরবাড়ি সর্বত্র গঙ্গায় তলিয়ে গিয়েছে। তাদের থাকার জায়গা হয়েছে বর্তমানে খােলা আকাশের নীচে, আম বাগানে, আবার কেউ বা সরকারি স্কুলের মধ্যে। কিন্তু তারা খাবে কি? আর তাদের কথা ভেবেই গতকাল থেকে ছাত্র সমাজের উদ্যোগে বীরনগর মোল্লাটোলা প্রাঃ বিদ্যালয়ে শুরু হয়েছে কমিউনিটি কিচেন। এই কমিউনিটি চিকেনে আজ প্রায় ৭০০ জন মানুষকে দুপুরের খাবার খাওয়ানাে হয়। তারা বীরনগর মোল্লাটোলা প্রাঃ বিদ্যালয়ে বর্তমানে থাকছেন, যতদিন না সরকারিভাবে কোনাে সাহায্য পাচ্ছেন। ছাত্র সমাজের সম্পাদক সামির রহমান বলেন, এই অসহায় মানুষগুলাে সত্যি বড়াে কষ্টে আছে তাদের কথা ভেবে আমাদের এই উদ্যোগ। আগামীতে আমরা এভাবেই মানুষগুলাের পাশে থাকবাে। আর যারা আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।