বঞ্চনার অভিযোগ, জেলাশাসকের দ্বারস্থ নিয়ন্ত্রিত বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা

বঞ্চনার অভিযোগ, জেলাশাসকের দ্বারস্থ নিয়ন্ত্রিত বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা

    নতুন গতি, মালদা : মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও মালদা নিয়ন্ত্রিত বাজারে ক্ষুদ্র সবজি ব্যবসায়ী ও চাষীদের বঞ্চিত করা হচ্ছে। জেলার কিছু অসাধু ব্যবসায়ী আঁতাত করে কোভিড পরিস্থিতিতে একচেটিয়া ব্যবসা করে মুনাফা লাভ করলেও ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের পুনর্বাসনের কোনও ব্যবস্থা করা হয়নি। এমনই অভিযোগ তুলে মালদা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন নিয়ন্ত্রিত বাজারের ক্ষুদ্র সবজি ও কলা ব্যবসায়ী এবং চাষীরা। বুধবার মিছিল করে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন তারা। ক্ষুদ্র ব্যবসায়ী ও চাষীদের তরফে জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানান, ” মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও মালদা নিয়ন্ত্রিত বাজারে জেলার ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসার জন্য শেড বা ঘর দেওয়া হয়নি। যখন তখন তাদের ইচ্ছেমতো উচ্ছেদ করা হচ্ছে। জেলার এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আঁতাত করে ওই বাজার থেকে মুনাফা লাভ করছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ দেখা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে না। যদি ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করা হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”