|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া : সরকারি হাসপাতালে রোগীদের ইঞ্জেকশন দেবার পর অসুস্থ হয়ে পড়লেন একাধিক রোগী। ঘটনাটি নদীয়ার ধুবুলিয়া গ্রামীন হাসপাতালের। রোগীদের অবস্থা সঙ্কটজনক হওয়ার কারণে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রায় ২০ জন রোগীকে সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। ওই ইঞ্জেকশন গুলি আজ ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে রোগীদের শরীরে প্রবেশ করার পর অসুস্থ হতে শুরু করে একের পর এক রোগী।জ্বর পেটে ব্যাথা সহ অন্যান্য উপসর্গ নিয়ে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন স্থানীয় মানুষ। যে সকল রোগী দের ওই ইনজেকশন প্রয়োগ করা হয়েছে সেই সকল রোগীই একা একা অসুস্থ থাকেন। এরপরই তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিষক্রিয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে বলেই প্রাথমিক অনুমান চিকিৎসকদের। মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় জানালেন সবাই ভালো আছে তাদের চিকিৎসা চলছে।এটি প্যানিক অ্যাটাক।