|
---|
মহঃ মফিজুর রহমান , নতুন গতি : পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল ভারত বন্ধের ডাক দিল ব্যবসায়িক সংগঠনগুলি । পেট্রোল , ডিজেল , রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জিএসটির নিয়ম পুনর্বিবেচনা সহ আরও একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ঘোষণা করেছে সিএআইটি অর্থাৎ কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স । কেন্দ্রের মোদী সরকারের উপর চাপ বাড়াতে কাল দেশজুড়ে বাজারঘাট বন্ধ রাখার আবেদন জানিয়েছে ব্যবসায়িক সংগঠনগুলি । সিএআইটি-র দাবি তাদের ডাকা ভারত বন্ধকে সমর্থন করে শুক্রবার পথে নামবে প্রায় ৩৫ – ৪০ হাজার ব্যবসায়িক সংগঠন ।
পেট্রোল , ডিজেল ও রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির প্রতিবাদে কাল দেশের প্রায় দেড় হাজার জায়গায় বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স । সিএআইটি-র ডাকা ভারত বন্ধকে সমর্থন করে দেশজুড়ে কাল ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করবে অল ইন্ডিয়া ট্রান্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । তাদের এই ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি চলবে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত । পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ই-ওয়ে বিল প্রথা বাতিলেরও দাবি জানাবে সংগঠনগুলি ।