ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজকর্মীদের সম্মেলন

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম : রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উদযাপন উপলক্ষ্যে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের সভাগৃহে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজকর্মীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হলো।বেদমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ও মা সারদার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এদিনের সভার সূচনা হয়। এদিনের সভায় মিশনের পক্ষ স্বাগত বক্তব্য রাখেন স্বামী ব্রহ্মেশ্বরানন্দ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলুড় রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী সত্যেশানন্দ, লালগড় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী দেববরানন্দ, ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের সম্পাদক বেদপুরুষানন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী স্বপন বন্দোপাধ্যায়,ঝাড়গ্রাম রাজ কলেজের মহিলা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল বর্মণ,শিক্ষাব্রতী অমৃত নন্দী প্রমুখ। এদিনের সম্মেলনে তিন শতাধিক সমাজকর্মী যোগদেন।মিশনের পক্ষে সবাইকে ধন্যবাদজ্ঞাপন করেন স্বামী অলোকেশানন্দ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী মাহাতো।সভা সঞ্চালনা করেন শিক্ষিকা চম্পা মন্ডল রায়।