|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমানের ভাতার পঞ্চায়েত সমিতির কার্য্যালয়ে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর কর্মচারী এ্যাসোসিয়েনের চতুর্থ তম সম্মেলন। এই সংগঠনের প্রায় ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন। আগামী দিনে দল-মত-নির্বিশেষে তারা কিভাবে সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে, কীভাবে মানুষের পাশে থাকবে তা নিয়ে আজকে কর্মীদেরকে বার্তা দেন সংগঠনের আধিকারিকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডী ,ভাতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ।