|
---|
জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ
নতুন গতি প্রতিবেদক : মুর্শিদাবাদের ডোমকলে ঘটনা। রবিবার ডোমকল ইসমালটুলির কলাবেড়িয়াতে। জমি দখলকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে বিবাদ। ঘটনায় দুই পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়। তাদের মধ্যে একজনকে ডোমকল হাসপাতাল থেকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে সূত্রের খবর।
অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে এই রাস্তার ধারের মা ঠান জমি নিয়ে বিবাদ অবশেষে আজ জমি দখলকে কেন্দ্র করে হাতাহাতি ইট-পাটকেল এবং দুই পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ডোমকল মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।