আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে ন‌ওদায় ডেপুটেশন দিল কংগ্রেস

হামিম হোসেন মণ্ডল, ন‌ওদা : বুধবার মুর্শিদাবাদের ন‌ওদা ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি বিরুদ্ধে ও স্বচ্ছতার সঙ্গে ১০০ দিনের কাজের দাবিতে ন‌ওদা বিডিওর দপ্তরে ‘ব্লক ডেপুটেশন’ দিল ন‌ওদা ব্লক কংগ্রেস।

    উল্লেখ্য, ন‌ওদার ব্লকে প্রায় সব পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসে। নিয়ম বহির্ভূতভাবে এই আবাস যোজনার উপভোক্তার তালিকা প্রস্তুত করা হয়। পাকা বাড়ি, গাড়ি থাকলেও তাদের নাম দেখা যায় আবাস যোজনার প্রাপক তালিকায়। ক্ষেত্র যাচাইয়ে গেলে বাধার সম্মুখীন হতে হয় কর্মীদের। এই নিয়ে চাপানোত্তর দেখা দেয়। সরকারি জিনিস নিয়মের তোয়াক্কা উড়িয়ে যেন সবাই মিলে ভাগাবাটির বিষয়! সমস্যায় পড়েন আধিকারিকরাও।

    এদিন, ন‌ওদা ব্লক কংগ্রেস বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে এই নিয়ে ব্লক ডেপুটেশনের আয়োজন করেন। সেখানে ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও বর্তমানে ন‌ওদার কংগ্রেস নেতা মোশাররফ হোসেন মণ্ডল (মধু), ন‌ওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও কংগ্রেস নেতা সাহাবুদ্দিন মোল্লা সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। এক‌ই সঙ্গে ১০০ দিনের কাজে স্বচ্ছতা আনার দাবীও জানান তাঁরা।