|
---|
মহ: মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ১৪ আগস্ট রবিবার বারাসাতে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস (গ্রামীণ) কমিটির ভারত জোড়ো পদযাত্রা। কেন্দ্রের শাসকদল বিজেপির দেশকে বিক্রি করে দেওয়া এবং সামাজিক বিভাজনের নীতির বিরুদ্ধে স্বাধীনতার ৭৫ তম বর্ষে গোটা দেশে ভারত জোড়ো পদযাত্রার ঘোষণা করেছিল সর্বভারতীয় কংগ্রেস কমিটি। ১০ আগস্ট থেকে এই পদযাত্রা শুরু হয়।
এআইসিসি’র নির্দেশ মেনে ১০ আগস্ট বনগা ও হাসনাবাদ থেকে ভারত জোড়ো পদযাত্রা শুরু করে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস (গ্রামীণ) কমিটি। বিভিন্ন এলাকা পরিক্রমা করে আজ বারাসাতে পদযাত্রা শেষ হয়।
আজ বারাসাতে ভারত জোড়ো পদযাত্রার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি ডঃ আব্দুস সত্তার। আজকের কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সম্পাদক সজল দে, জেলা কংগ্রেস (গ্রামীণ) এর সভাপতি অমিত মজুমদার, সহ-সভাপতি সালাউদ্দিন ঘরামি প্রমুখ উপস্থিত ছিলেন।