|
---|
নিজস্ব সংবাদদাতা :সুরাট আদালত রাহুল গান্ধীকে দুবছরের জন্য কারাডন্ডে দন্ডিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করা বিতর্কিত মন্তব্যের জোরে। আজ তারই প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস।আজ শিলিগুড়িতেও বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস এবং যুব কংগ্রেস।আজ এই মন্তব্য করে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার জানান বিজেপী সারা দেশে আইনের নামে প্রহসন শুরু করে দিয়েছে। সব বড় বড় প্রতিষ্ঠানকে টাকা দিয়ে কিনে রেখেছে তারা। সারা ভারতের মধ্যে যত প্রতিবাদী গলা শুরু করেছেন রাহুল গান্ধী তাদের মধ্যে অন্যতম।তাই তার গ্রেপ্তার সত্যি সত্যি এক লজ্জাজনক ঘটনা।আজ এর প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের কর্মীরাও। তারা শিলিগুড়ির হাসমি চকেও বিক্ষোভ দেখায়।পরে পুলিশের এক বিশাল বাহিনী এসে তাদের উঠিয়ে দেয়।