|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়িকে আলাদা জেলা করার দাবি তুলে পথে নামল শিলিগুড়ি কংগ্রেস।বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়িতে হাসমিচক থেকে এই মিছিল শুরু হয় ।এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার সহ জেলা কংগ্রেসের নেতাকর্মীরা।
এদিন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বলেন রাজ্যে ইতিমধ্যে ৭ টি নতুন জেলা ঘোষণা করা হয়েছে । কিন্তু শিলিগুড়িকে জেলা করার দাবি দীর্ঘ পুরনো । বিভিন্ন মহল থেকেই এই দাবি উঠে এসেছে । তাই শিলিগুড়ি কে ও আলাদা জেলা করা হোক এই দাবি রাখেন তিনি ও । তিনি জানান শিলিগুড়ি অনেকটা আধুনিক শহর হয়ে গেছে। শিলিগুড়িতে মানুষ আসেন শুধুমাত্র ব্যাবসার কারনেই নয়, চিকিৎসা এবং কর্মসংস্থানের আশায়। তাই শিলিগুড়িকে যদি একটা জেলা হিসাবে তৈরী করা যায় তবে শুধুমাত্র শিলিগুড়িই নয় সারা বাংলার মানুষ উপকৃত হবেন।তাই আমাদের দাবী শিলিগুড়িকে জেলা করা হোক অবিলম্বে জানালেন শঙ্কর মালাকার।