|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-
করোনা মহামারী এবং পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ ভীষণ বিপাকে পড়েছেন। কেন্দ্রের মোদী সরকার তিন মাস ধরে লাগাতার ২২ বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছেন। দীর্ঘদিন লকডাউন এর ফলে মানুষের হাতে পয়সা নেই। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম তলানিতে অথচ কেন্দ্র সরকারের তেলের দাম বাড়িয়ে চলেছেন। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া হয়েছে। মানুষের দৈনন্দিন জীবন ধারণ করা ভীষণ মুসকিল হয়ে পড়েছে। এই সরকার গরীব মানুষের কথা ভাবে না। তেলের দাম বৃদ্ধির ফলে কৃষক, শ্রমিক, ছোট ছোট উদ্যোগপতি, সাধারন মানুষ ভীষণ অসুবিধার মধ্যে পড়েছেন। একে তো করোনা মহামারীর তার উপর গোদের উপর বিষ ফোঁড়ার মতো পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। মানুষ সাঁড়াশী আক্রমনে পড়েছেন। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম তলানিতে এই সময় তেলের দাম কমানোর কথা সেটা না করে দেশের সরকার তেলের দাম বৃদ্ধি করছেন এবং কোটি কোটি টাকা মুনাফা করছেন। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ কেন্দ্রের মোদী সরকারের কাছে দাবী জানাচ্ছি অবিলম্বে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হোক এবং দেশের মানুষ কে সুরাহা দেওয়া হোক। আজকে বীরভূম জেলা কিষান কংগ্রেস রাস্তায় নেমে পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে পথসভা ও অবস্থান বিক্ষোভ করলো। পথসভায় বক্তব্য রাখলেন সৈয়দ কাসাফদ্দোজা চেয়ারম্যান বীরভূম জেলা কিষান কংগ্রেসের কমিটি ও অনান্য নেতৃবৃন্দ।