পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার রেল ভাড়া বহন করবে কংগ্রেস: সোনিয়া গান্ধী

 

    নতুন গতি ওয়েব ডেস্কঃকরোণা প্রাদুর্ভাবে কারণে চার ঘণ্টার নোটিশে দেশব্যাপী লকডাউন। ফলে বিভিন্ন রাজ্যে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক আটক অবস্থায় আছে । তাদের বাড়ি ফেরার জন্য কোন ব্যয়ভার বহন করবে না কেন্দ্র ।এমনকি অতিরিক্ত রেলভাড়া নেবে ঘোষণা করে কেন্দ্র।এতে তিতিবিরক্ত হয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ঘোষণা করলেন পরিযায়ী শ্রমিকদের যাবতীয় রেল ভাড়া কংগ্রেস বহন করবে। সোমবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, 1947 সালের দেশভাগের পর এই প্রথম এমন বিপর্যয়ে পরিযায়ী শ্রমিকরা কয়েকশো কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরছে। না আছে টাকা, না আছে ভাত, না আছে ওষুধ ।
    বাধ্য হয়েই হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। তিনি আরো বলেন, বিদেশে বসবাসকারীদের বিমানে করে বাড়ি আনতে যেমন সরকার তৎপর ছিলেন , আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের একটি অনুষ্ঠানে 100 কোটি টাকা খরচ করতে সমর্থ, এমনকি কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর করোনা তহবিলে 151 কোটি টাকা দান করেছেন, সেখানে এমন অত্যন্ত কঠিন সংকটময় পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ পরিযায়ী শ্রমিকদের প্রতি কেন সম্মান দেখানো হচ্ছে না? কেন তাদের কাছ থেকে রেল ভাড়া নেওয়া হবে?
    এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে পরিযায়ী শ্রমিকদের রেল ভাড়া প্রত্যেক প্রদেশ কংগ্রেস কমিটি বহন করবে।