|
---|
নিজস্ব প্রতিবেদক: স্বর্গীয় তারাপদ দের স্মৃতির উদ্দেশ্যে মেদিনীপুর ২১নং ওয়ার্ড কংগ্রেসের উদ্যোগে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ওয়ার্ড কংগ্রেস কার্যালয়ে। এদিন দেড়শত দুঃস্থ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এদিন কংগ্রেস যুব সভাপতি মহ: সাইফুল ও ওয়ার্ড সভাপতি সাকেরুল হক সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দেবী দাস মহাপাত্র, অরূপ মুখার্জি, অনিল শিকারিয়া, শামসাদ হোসেন, রাজেশ হোসেন, হাসানুর জামান, পার্থ ভট্টাচার্য, অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা।