কাটোয়ার মেঝিয়ারী হাইস্কুলে বিবেক চেতনা উৎসব

কাটোয়ার মেঝিয়ারী হাইস্কুলে বিবেক চেতনা উৎসব

     

     

    রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ক্রীড়া দপ্তর আয়োজিত কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতি ও ব্লক যুবকরণের ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কাটোয়ার মেঝিয়ারী হাইস্কুলে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হল। নৃত্য,সংগীত,আবৃত্তি,কুইজ সহ প্রভৃতি প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। এই উপলক্ষে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। মেঝিয়ারী ও নন্দীগ্রামের মধ্যে এই খেলাটি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,কাটোয়া ২নং ব্লকের যুব কল্যাণ দপ্তরের আধিকারিক নুরুল আমিন মণ্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,মন্ত্রী প্রতিনিধি অচিন্ত্য মন্ডল,ব্লক যুব কল্যাণ দপ্তরের কর্মচারী দেবব্রত মজুমদার,রাজু সাহা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান দেখার জন্য এলাকাবাসী ছাড়াও পাশ্ববর্তী গ্রামের মানুষেরা উপস্থিত হয়েছিলেন।