শেরপুর অঞ্চল খেলারাম পুরে নতুন রাস্তা ও নলকূপ প্রতিস্থাপনের জন্য বিধায়ক গিযাসউদ্দিন মোল্লা পরিদর্শনে এসে আরিয়ান ভিলাতে  আলোচনা সভা করেন

 নিজস্ব সংবাদদাতা: সর্ব সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে,তাদের চলার পথে যাতায়াত সমস্যার কারণে এদিন শেরপুর অঞ্চলের অন্তর্গত খেলারামপুরে 33.34 নাম্বার বুথে নতুন রাস্তা নির্মাণ ও পানীয় জলের নলকূপ প্রতিস্থাপনের জায়গা পরিদর্শন করতে এলেন রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা। রাস্তা ও নলকূপ পরিদর্শনের পরে শেরপুর অঞ্চলে আরিয়ান ভিলাতে কর্মী ও জনসাধারণের সাথে তিনি এক সাময়িক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

    এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা পরিদর্শনে এসে বলেন এই এলাকার উন্নয়নের মাধ্যমে সর্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হলো আমাদের কাজ। তারা আমাকে বিপুল সংখ্যক ভোট দিয়ে এই বিধান সভায় জয়ী করে নির্বাচিত করেছে, তাই আমার একান্ত কর্তব্য এই এলাকার সর্ব স্থরের সাধারণ মানুষের সর্বদিক থেকে সাহায্য করে পাশে দাঁড়ানো। কোনো রাজনৈতিক দল না দেখে সর্ব সাধারণ মানুষ তাদের কথা মাথায় রেখে আমার কর্তব্য পালন করার চেষ্টা করলাম।