লিপস অ্যান্ড বাউন্ডসের বিতর্কিত ১৬টি ফাইল তলব হাইকোর্টের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীন একটি কম্পিউটার থেকে ডাউনলোড হওয়া সেই বিতর্কিত ১৬টি ফাইল তলব করল হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, আজ শনিবার ওই ফাইলগুলি আদালতে হাজির করতে হবে। ওই ১৬টি ফাইলের মধ্যে কী রয়েছে, এদিন তা দেখতে চান বিচারপতি। উল্লেখ্য, ইতিমধ্যেই ওই ১৬টি ফাইল বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ।