আনিস হত্যাকাণ্ড: বিচারপতিকে বিতর্কিত মন্তব্য আনিস খানের বাবার; ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলো সালেম খানকে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আনিস হত্যাকাণ্ডের ৮২ পাতার রিপোর্ট আদালতে জমা দিল সিট। খতিয়ে দেখবেন বিচারপতিরা।

    সোমবার এজলাসে বিচারপতির না বসা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আনিস খানের বাবা। এদিন আইনজীবী বিচারপতিকে জানান “গতকাল সালেম খান বলেছেন, মুখ্যমন্ত্রীর চাপে এজলাসে বসেননি বিচারপতি রাজশেখর মান্থার।” বিষয়টি বিচারপতি রাজশেখর মান্থারের নজরে আসতেই মামলা থেকে অ্যাহতি চান তিনি। আইনজীবীদের অনুরোধে নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেও আনিস খানের বাবাকে হলফনামা দিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

    এ প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন “যদি সালেম খান এরকম কিছু বলে থাকেন, আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। সালেম খান একজন সাধারণ কৃষক, তার ছেলে মারা গিয়েছেন। মানসিক চাপে আছেন তিনি। তিনি আদালতের নিয়ম জানেন না। এত শিক্ষিত মানুষ তিনি নন। ভুল হলে আমরা ক্ষমাপ্রার্থী।”