প্রথম সংবাদমাধ্যম সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য সৌরভ কুমারের

নতুন গতি নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে দেশের মাটিতে ভারত টি-২০ এবং টেস্ট সিরিজ খেলব কয়েকদিন পরেই। সেই সিরিজের উভয় ফর্ম্যাটের দল ইতিমধ্যেই ঘোষণা করেছেন ভারতীয় সিনিয়র দলের নির্বাচক প্রধান চেতন শর্মা। ঘোষণা হয়া ভারতীয় টেস্ট স্কোয়াডের অন্যতম চমক প্রথমবার সিনিয়র দলে সুযোগ পাওয়া স্পিনার সৌরভ কুমার।

    ছোটবেলায় বাঘপত থেকে দিল্লি যাওয়ার সময় মনে মনে চাইতেন যাতে কেউ ট্রেনের চেন না টেনে দেয়।

    এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, “আমি ও সব ক্যারাম-ভ্যারাম বল করি না। আমার পছন্দ নয়। আমি ফ্লাইট দিয়ে ব্যাটারকে ফাঁদে পেলতে পছন্দ করি।”

    রঞ্জিতে শেষ কয়েক বছর ধরে প্রচুর উইকেট নিয়েছেন সৌরভ। ২০১৯-২০ মরসুমে নিয়েছিলেন ৪৪টি উইকেট। ২০১৮-১৯ মরসুমে নিয়েছিলেন ৫১টি উইকেট। সেই ভাল খেলারই ফল পেলেন সৌরভ।

    তাঁর কেরিয়ারের শুরুতে যে পরিশ্রম ছিল, সেটারই ফল পাচ্ছেন সৌরভ। ছোটবেলায় বাঘপত থেকে দিল্লি যাওয়ার সময় মনে মনে চাইতেন যাতে কেউ ট্রেনের চেন না টেনে দেয়।

    তা হলেই যে তাঁর অনুশীলনের ক্ষতি হবে। সৌরভ বলেন, “দিল্লি যেতে আমাদের প্রায় আড়াই ঘণ্টা সময় লাগত। সপ্তাহে তিন দিন যেতাম। সুনিতা শর্মার অ্যাকাডেমিতে ক্রিকেট শিখতাম তখন। আমার বাবা কাজের পর অতিরিক্ত ঘণ্টা কাজ করত যাতে আমার সঙ্গে দিল্লি যেতে পারে।”

    ২০১৪-১৫ সালে সৌরভ নিজের রাজ্য দলে জায়গাই পাননি। সেই মরসুমে সার্ভিসেসের হয়ে খেলেছিলেন সৌরভ। পরে নিজের রাজ্যে ফিরে আসেন। ভারতীয় দলে কুলদীপ যাদব আছেন। তাঁর সঙ্গে আরও এক বাঁহাতি স্পিনার হিসাবে জায়গা করে নিলেন সৌরভ।