তৃণমূলের প্রার্থী ঘোষণার আগেই হাবরায় জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেওয়াল লিখনে বিতর্ক!

তৃণমূলের প্রার্থী ঘোষণার আগেই হাবরায় জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেওয়াল লিখনে বিতর্ক !

     

     

     

     

    মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : বিধানসভা ভোটের এখনও প্রার্থী ঘোষণা করেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । অথচ প্রার্থীর নাম ঘোষণার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল উত্তর ২৪ পরগণার অন্তর্গত হাবরা বিধানসভা কেন্দ্রে । তৃণমূল কংগ্রেসের রীতি অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও প্রার্থীর নামে নির্দিষ্ট করে দেওয়াল লিখন বা সরাসরি প্রচার করা হয় না । ফলে দলের প্রথা ভেঙে এই দেওয়াল লিখনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । পরে এই দেওয়াল লিখনের বিষয়টি জানতে পেরে আপত্তি জানান হাবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । কার্যত তাঁর ঘোরতর আপত্তিতেই লেখা দেওয়ালের উপর পর্দা টাঙিয়ে আড়াল করে দিতে বাধ্য হন দলের ওই কর্মীরা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , হাবরা (১) পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নেহাল আলি রবিবার তার অনুগামীদের নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লেখা শুরু করেন । প্রার্থীর নাম ঘোষণার আগে এই দেওয়াল লিখনকে ঘিরেই তৈরি হয় বিতর্ক । যদিও হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের আপত্তিতে ওই লেখা দেওয়ালের উপর পর্দা টাঙিয়ে ঢেকে দেওয়ায় ইতি পড়ে বিতর্কে ।