|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের একটি পুরনো রেলের কোচ কে রেস্তোরাঁ রূপান্তরিত করা হয়েছে। এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অনুভব করা যাবে রেলের মধ্যে ভ্রমণ করা হচ্ছে। এই রেস্তোরাঁকে নিয়ে ইতিমধ্যে উৎসাহিত অনেকেই। ভিতরে ও বাইরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। মোট ৩২ টি চেয়ার এর বন্দোবস্ত রয়েছে, টেবিলের সংখ্যা ৮ টি।চেয়ার টেবিল গুলিকে হলুদের রং করা হয়েছে। এই রেস্তোরাঁ সকাল ৬ টা থেকে রাত ১০ পর্যন্ত খোলা থাকে। চা ,কফি, মোমো, ধোসা থেকে বিভিন্ন খাবার পাওয়া যায় এই রেস্তোরায়।