|
---|
নূর আহমেদ : রবিবার গোটা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারীর সাতগাছিয়াতে মাঙ্গলিক ননী ভবনে একটি কুকিং এন্ড সেফটি অ্যাওয়ার্নেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। সাতগাছিয়া সমবায় সমিতির পরিচালনায় এই কম্পিটিশনের আয়োজন করা হয়। এদিনে মোট 19 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায় । মূলত গ্যাস ব্যবহার করার সময় সাবধানতার বিষয়টি বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার বিষয়ে সচেতন করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে গ্যাস সরবরাহকারীদের বিশেষ ভাবে সংবর্ধিত করা হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত গ্যাস পেট্রোলিয়ামার দুর্গাপুর শাখার সেলস এর এসিস্ট্যান্ট ম্যানেজার সুরজ বৈদ্য , শক্তিগড় শাখার ডিস্ট্রিবিউটর রাজীব ভৌমিক , জামালপুর শাখার ডিস্ট্রিবিউটর অঞ্জনা সাহা , সাতগাছিয়ার সমবায় ও গ্যাস সরবরাহকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত সৌমিত্র মন্ডল । রান্নার 19 জন প্রতিযোগীর মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।