|
---|
খান আরশাদ, বীরভূম:
ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে রাজনগর থানায় শনিবার বিকেলে ইদুজ্জোহা উপলক্ষে সমন্বয় বৈঠক আয়োজিত হল।
আগামী ৬ জুন অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের রাজনগরেও মুসলিম ধর্মের পবিত্র উৎসব ইদুজ্জোহা অনুষ্ঠিত হবে।
এই ধর্মীয় উৎসব যাতে ভালো ভাবে অনুষ্ঠিত হয় এবং এলাকায় কোনরকম শান্তি বিঘ্নিত না হয়, সেই উদ্দেশ্যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে রাজনগর থানায় ডিএসপি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ারের নেতৃত্বে একটি সমন্বয় বৈঠক করা হলো।
রাজনগর বরাবরেরই শান্তি প্রিয় এলাকা। জাতি-ধর্ম, দল-মত নির্বিশেষে এখানকার মানুষ একে অপরের ধর্মীয় উৎসবে শামিল হন। ঈদ হোক বা কালীপূজা, মহরম হোক বা দুর্গাপূজা, প্রতিটি ক্ষেত্রই সম্প্রীতির মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে। রাজনগরের এই সম্প্রীতির ধারা যাতে বজায় থাকে, সেই উপলক্ষে এই বৈঠক হলো। পাশাপাশি প্রশাসনের তরফে কিছু নির্দেশাবলি দেওয়া হল।
ডিএসপি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার সোশ্যাল মিডিয়ায় ঈদুজ্জোহা বিষয়ক কোন কোনো রকম অপ্রীতিকর পোষ্ট কেউ না করে সে বিষয়ে সকলকে সতর্ক করেন।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে ইদুজ্জোহার আগাম শুভেচ্ছা জানিয়ে এলাকায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।।
এলাকার হিন্দু-মুসলিম দল মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে এই সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল।
উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার, রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি তপাই বিশ্বাস, রাজনগর থানার এসআই অরিন্দম দেবনাথ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, উপপ্রধান শেখ সেলিম, রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সম্পাদক আবুল ফজল খান, রাজনগর শান্তি কমিটির সম্পাদক প্রদীপ দে সহ এলাকার বিশিষ্টজনেরা।