জন্মদিনের আগের রাতেই করোণায় আক্রান্ত রাজ্যের তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হতাশ কর্মীরা

নতুন গতি নিউজ ডেস্ক,মালদার:এবছর জন্মদিন পালন করা হলো না। জন্মদিনের আগের রাতেই করোণায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হতাশ কর্মীরা। এদিকে কৃষ্ণেন্দু বাবুর করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই তার মঙ্গল কামনায় বিভিন্ন জায়গায় অনুগামীরা শুরু করেছেন পূজা পাঠ।

    উল্লেখ্য, গতকাল ১৬ আগস্ট এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। যদিও এখন পর্যন্ত কৃষ্ণেন্দু চৌধুরীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে কৃষ্ণেন্দু বাবুর করোনা আক্রান্তের খবর প্রকাশ হতেই জেলা জুড়ে তাঁর অনুগামীদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে গেছে। যারা দুই একদিনের মধ্যে তাঁর সংস্পর্শে এসছেন তাদের অনেকেই ভয় পাচ্ছেন ,আবার অনেকে তাঁর মঙ্গল কামনার জন্য পূজা পাঠের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।