|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: শুক্রবারে সকালে মুর্শিদাবাদ জেলার এক সঙ্গে ১৪ জনের করোনা আক্রান্ত রিপোর্ট পজিটিভ আসলো। সব থেকে বেশি নবগ্রাম ৮ জন,ডোম কলে ২ জন,ভগবান গোলা ১ জন, সাগরদিঘি ১, শক্তি পুর ১ জন, সালার ১ জন।সকলেই কিন্তু পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র কাজ করতেন কিছু দিন আগে মুর্শিদাবাদে ফিরেন তারা। যদিও স্বাস্থ্য দপ্তর এখনও কিছু বলতে চায়নি।এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ জন।আক্রান্ত ব্যক্তিদের সকলকে বহরমপুর মাতৃ সদন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।