করোনা আতঙ্ক দূরীভূত করতে রাজ্যে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট শুরু

সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-Indian Council of Medical Research এর নির্দেশানুযায়ী, পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট। শনিবার স্বাস্থ্যে ভবনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের ২৮ টি রাজ্যের ১৪টি মেডিকেল কলেজে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হবে। এই মুহূর্তে রেড জোন গুলিতে কত সংখ্যক সংক্রমণ ছড়িয়েছে সেটা জানার জন্যই প্রাথমিক ভাবে রেড জোন গুলিতে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হবে।

    তবে যেখানে সংক্রমণ ঘটেনি সেখানেও পরবর্তীকালে ধাপে ধাপে টেস্ট করা হবে। বিশেষ সূত্রে খবর, চীন থেকে ইতিমধ্যে টেস্টের কীট এসে পৌঁছে গেছে আমাদের রাজ্যে। এই টেস্টের কারন হল দ্রুততার সাথে এলাকায় সংক্রমণ ঘটছে কিনা সেটা জানা। চীন থেকে আসা এই টেস্টের কীটে 10 থেকে 15 মিনিটের মধ্যেই ওই ব্যক্তি আক্রান্ত কিনা সেটা জানা যাবে। সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই আতঙ্ক দূরীভূত হবে এবং সেই সঙ্গে চিকিৎসাও দ্রুত গতিতে সম্ভব হবে।