আম্বেদকর সোসাইটির উদ্যোগে করোনা সচেতনতা অভিযান

সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: করোনা সচেতনতা করতে এগিয়ে এলো মেদিনীপুরের অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংস্থা ডঃ আম্বেদকর সোসাইটি। করোনা মহামারীর দ্বিতীয় ধাপে সমুদ্রের মতো উত্তাল গোটা ভারত। অক্সিজেনের অভাবে মানুষ ছটফট করতে করতে মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে মেদিনীপুর শহরবাসীকে করোনার ভয়াল রূপ সম্পর্কে শনিবার মে দিবসের সকালে সংগঠনের পক্ষ থেকে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে। এদিন মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ-কলেজিয়েট রোড়, প্ঞ্চুর চক, গান্ধী মোড়, ওল্ড এলইসি মোড়, কালেক্টরেট মোড়, কেরাণীতলা মোড়, বট তলা চক আরও নানা এলাকায় মানুষের মধ্যে করোনার সচেতনতা বার্তার পাশাপাশি মাস্ক বিতরণ, অটো ও টোটো রিক্সা চালক দেরকে করোনার ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহাল করার প্রচেষ্টা করা হয়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংস্থার তরফে সচেতনতা মূলক ব্যানার লাগানো হয়। সংস্থা তরফে বার্তা দেওয়া হয়, সকলে বাইরে বেরোলে মাস্ক যেন অবশ্যই ব্যবহার করুন, অপ্রয়োজনে কোথাও যেন ভীড় না করেন আড্ডা না দেন।

    সোসাইটির তরফ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য কৌশিক দাস, কল্লোল সামন্ত ও সম্রাট পন্ডিত প্রমুখ