|
---|
মালদা,২৩ মে : করোনা নিয়ে মানুষকে সচেতন করতে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের নিয়ে শহরে মিছিল করল মালদা জেলা পুলিশ।মিছিলে হাঁটলেন পুলিশ সুপার অলক রাজোরিয়া সহ ব্যবসায়ী মহল এবং পুলিশ অফিসারেরা।
শনিবার বিকেলে মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় সচেতনতা মিছিল। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় রথবাড়ি এলাকায়।
পুলিশের পক্ষ থেকে মাইকের মাধ্যমে প্রচার চালানো হয়। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলার সতর্কবার্তা হিসেবে পথচারীদের হাতে লিফলেট বিলি করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। যে কোন বাজারে যাতে সামাজিক দূরত্ব মেনে সবাই কেনাকাটা করে এবং প্রত্যেকে মাস্ক পরে যেন বাজারে আসে এই নানা বিষয়ের উপরে সচেতনতা বার্তা দেওয়া হয় ছিলের মাধ্যমে।