|
---|
সংবাদদাতা, মেদিনীপুর: করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের মাঝে মানুষকে সচেতন করতে এগিয়ে এলো বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি(এবিপিটিএ)। শুক্রবার সকালে সংগঠনের মেদিনীপুর শহর জোনাল কমিটির উদ্যোগে মেদিনীপুর শহরের পঞ্চুর চক, রাজাবাজার , কোতবাজার সংলগ্ন এলাকায় মাইক প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে করোনা সচেতনতা বার্তা দেওয়া। পাশাপাশি হ্যান্ডবিল ও মাস্ক বিতরণের করা হয়।
উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শহর জোনাল কমিটির সম্পাদক মানস মিদ্যা, সভাপতি বিশ্বজিৎ সাউ,জেলা কমিটির সদস্য রবীন্দ্রনাথ রায়,জোনাল কমিটির সদস্য আশিক ইকবাল,সঞ্জয় সিনহা, ভরত সিংহ, সৌমেন বিদ,চিত্ত ভকত,স্বপন ভকত,অসীম মিদ্যা প্রমুখ।