করোনা ভইরাসে প্রথম মৃত্যু হল ভারতে

নতুনগতি ওয়েব ডেস্ক:১৩ মার্চনোভেল করোনাভাইরাসে ভারতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। করোনার লক্ষণ নিয়ে কর্ণাটকের কালবুর্গিতে মারা গেছেন ৭৬ বছর বয়সী এক ব্যক্তি। তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট কর্তৃপক্ষের হাতে এসেছে। মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

    সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে ভারতীয় স্বাস্থ্য দপ্তরের এক কমিশনার। মৃত ব্যক্তি তেলেঙ্গানার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। কর্ণাটক সরকারের তরফ থেকে বিষয়টি তেলেঙ্গানা সরকারকেও জানানো হয়েছে। যদিও দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বৃদ্ধের করোনায় মৃত্যুর বিষয়টি স্বীকার করা হয়নি।

    গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফেরেন ওই বৃদ্ধ। করোনায় আক্রান্তের লক্ষণ নিয়ে গত ৫ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে ভারত সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে।

    ভারতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশটিতে মোট ৭৪টি জন আক্রান্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হরিয়ানার পর দিল্লি সরকার করোনাভাইরাস সংক্রমণকে মহামারী ঘোষণা করেছে।

    ৩১ মার্চ পর্যন্ত সেখানকার সব স্কুল, কলেজ এবং সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষা নেই এমন স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।