করোনা” আক্রান্ত রাজ্যের আরো এক মন্ত্রী

নতুন গতি নিউজ ডেস্ক :“করোনা” আক্রান্ত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। কদিন আগে মন্ত্রীর বাড়ির পরিচারিকা ভাইরাসে আক্রান্ত হয় বলে জানাগেছে। এরপরই মন্ত্রীর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয় ইএম বাইপাসের এক নামী হাসপাতালে। আর তাতেই তাঁদের শরীরে মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। উল্লেখ্য যেহেতু তিনি রাজ্যের একটি জরুরি দপ্তরের মন্ত্রী তাই প্রতিদিনই তাকে  বিভিন্ন কাজে  বেরোতে হয়েছে। দুদিন আগে এক দমকলকর্মীর মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে উনি বালি ফায়ার স্টেশনে গিয়েছিলেন। সেখানে দমকল আধিকারিক থেকে শুরু করে সাংবাদিকদের একটি দল উপস্থিত ছিল। মন্ত্রীর সংক্রমণের খবর পেয়ে তারাও এখন আতঙ্কিত।বৃহস্পতিবার রাত পর্যন্ত সুজিত বসুর করোনা আক্রান্ত হওয়ার খবর সরকারি ভাবে জানানো হয়নি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তমোনাশ বাবুর দুই মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠ আরও দুজনের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে।