করোনার বাড়বাড়ন্ত, চীনে লকডাউন জারি, লকডাউন ওঠাতে বিক্ষোভ আমজনতার

নিজস্ব সংবাদদাতা:  গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা অনেক কমে গেলেও, চীনে কিন্তু এখনো আক্রান্তের সংখ্যা কমেনি।লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় লকডাউন ডাকা হয়েছে।

     

    এই লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে রবিবার থেকে মাঠে নেমেছে চীনের আমজনতা। কিছুতেই তারা আর লকডাউন মানতে চাইছে না। সম্প্রতি চীনে একটি বহু চলে আগুন লেগে কয়েকজনের মৃত্যুর সংবাদ সামনে এসেছে, লকডাউন থাকার কারণে তারা বেরোতে পারেননি। সেই কারণে বিক্ষোভ আরো জোরালো হয়েছে। তবে এই বিষয়ে এখনো কিছু বলেনি চীনের প্রশাসন, এটাই দেখার চীনের আমজনতার কাছে মাথা নত করবে কি চীন প্রশাসন।