|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : গত দিন সাতেক দিল্লি থেকে বাড়ি ফেরেন সুতি থানার তিন জন ও রঘুনাথ গঞ্জের এক জন তাদের শরীরে নমুনার টেস্ট করে করোনা পজেটিপ এসেছে। তাই তাদের রাত্রি তে বহরমপুর করোনা হসপিটালে নিয়ে আসা হচ্ছে।
সংক্রমিত এলাকায় কন্টাইন্মেন্ট জন ঘোষণা করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনিক তৎপরতায় এলাকায় লকডাউন কে আরো জোরদার করা হবে বলে জানা যাচ্ছে।