|
---|
শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-করোনাপরিস্থিতিতে লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রশাসনের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষে এই চেক গ্রহণ করেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডল। কোলাঘাট বিডিও অফিসে বিডিও’র হাতে কুইজ কেন্দ্রের পক্ষে চেক তুলে দেন সংগঠনের কোষাধ্যক্ষ শিক্ষক শুভ্রজ্যোতি মুখার্জি ও সদস্য শিক্ষক চন্দন মন্ডল। উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘড়া ও সহ-সভাপতি রাজু কুন্ডু।
সংগঠনের সভাপতি রিঙ্কু চক্রবর্তী ও সম্পাদক সুজন বেরা জানান, সদস্য-সদস্যাদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে এই অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হলো। তাঁরা আরো জানান,আগামীদিনে সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সাহায্য নিয়ে প্রসাশনিক অনুমতি সাপেক্ষে আগামীদিনে সরাসরি অসহায় মানুষদের হাতে ত্রাণ তুলে দেবেন অথবা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আরোও কিছু অর্থ তুলে দেবার চেষ্টা করবেন।