করোনা ত্রাণ তহবিলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ দিল ২৫,২৫,০২৫ (২৫ লক্ষ,২৫ হাজার,২৫) টাকা

শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-
জেলার বিভিন্ন সংগঠন,প্রতিষ্ঠান,ব্যক্তিগত উদ্যোগের পর এবার করোনা পরিস্থিতিতে ও লকডাউনের সংকটকালে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ ২৫ হাজার ২৫ টাকা দিলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পশ্চিম মেদিনীপুরের জেলার সমস্ত পুলিশ কর্মীদের অনুদানে এই টাকা সংগৃহীত হয়েছে। সোমবার দুপুরে উল্লিখিত অংকের টাকার একটি চেক পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষে জেলার পুলিশ সুপার দীনেশ কুমার (আই,পি,এস) জেলাশাসক ডাঃ রশ্মি কমলের(আই,এ,এস) হাতে তুলে দেন।

    এই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতিসহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সোমবার সন্ধ্যায় এই খবর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ফেসবুক পেজে এই খবর আপলোড হওয়ার পর ফেসবুক পোষ্টে সমাজের বিভিন্ন অংশের মানুষের পক্ষ থেকে জেলা পুলিশকে অভিনন্দন জানানো হয়।