|
---|
জণকল্যানের স্বার্থে প্রেসিডেন্ট বাসভবন বিশাল কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হোক
নতুন গতি ওয়েব ডেস্ক: দেশের মানুষের কথা মাথায় রেখে মিশরের প্রেসিডেন্ট তার বাস ভবর যেনো বর্তমান অবস্থায় করোনা ভাইরাস মোকাবিলায় ছেড়ে দেন সেই কথা বলেন, ক্ষমতায় আসার পর মিশরবাসীকে নাকি ঠিক এটাই বলেছিলেন সেদেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সে কথাই সিসিকে মনে করিয়ে দিলেন মিশরের প্রখ্যাত সাংবাদিক মোয়াাতাজ মাতার। তাঁর দাবি, সেই পুরনো কথা অনুযায়ী, মহামারির সময়ে এটা করে দেখানো উচিৎ মিশরীয় প্রেসিডেন্টের। ট্যুইটারে এ নিয়ে প্রচার শুরু করেছেন মোয়াতাজ।
বলছেন, সিসির এখন উচিৎ প্রেসিডেন্ট বাসভবন ছেডে দেওয়া, এবং জণকল্যানের স্বার্থে সেটিকে বিশাল কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা। অনেক ট্যুইটার ব্যবহারকারী সাংবাদিক মোয়াতাজের এই প্রচারকে সমর্থন করে একই দাবি জানাচ্ছেন। আবার অনেকে চাইছেন, মিশরের সেনা হাসপাতালগুলোকে কোয়ারেন্টাইন সেন্টা বানানো হোক। এই মুহূর্তে মিশরে কোনা রোগীর সংখ্যা প্রায় ৯০০। তবে কাানাডার এক দল গবেষক জানাচ্ছে, আসল সংখ্যা চেপে গিয়েছে কায়রো, সেদেশে করোনা পজিটিভ কেস ১৯ হাজারের কম নয়