করোনা আবহে মানবিকতায় সংকল্প ফাউন্ডেশন

নতুন গতি, মেদিনীপুর:  মেদিনীপুর কলিজিযেট বিদ্যালয়ের সামনে সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভার চল্লিশ জন সাফাই বন্ধু কে ফুল ও সমন্য ফল , ডিম , কেক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।সেইসঙ্গে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌরসভার স‍্যানেটারী ইন্সপেক্টর শৈবাল গিরি, অভিজিত দাস সহ আরো অনেকে। এই মহামারি তে যারা শহর কে পরিস্কার রাখেন তাদের কাজ কে কুর্নিশ জানতে আমাদের এই উদ্যোগ। ঐ দিন ১১ টা ১২ টা পর্যন্ত শহরের ৬০ জন পুলিশ , সিভিক ও ট্রাফিক ভাইকে ফুল, কেক, ফল, ডিম, লিকুইড ORS, মিনারেল জল এবং মাস্ক দিযে সম্বর্ধনা জানানো হয় ফাউন্ডেশনের উদ্যোগে। উপস্থিত ছিলেন আই,সি কোতয়ালী মাননীয় পার্থ সারথী পাল , ২ জন দ্বিতীয় অফিসার ও ২ জন অফিসার কে আমাদের সংগঠন থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই উদ্যোগের মুল বার্তা হল ট্রাফিক পুলিশদের এই মহামারি ও প্রবল দাব দাহের মধ্যে থেকে শহরের প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থেকে মানুষ জন কে সামলানো উনদের কাজ তাদের কাজ কে কুর্নিশ জানানো। সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, ডিরেক্টর ড. শান্তনু পাণ্ডা, কনভেনর নরত্তম দে, সদস্য রকেশ দাস, ডঃ বিদ‍্যুৎ ভট্টাচার্য, শোভন রানা, পিন্টু সাউ, মন্টু সাউ, অর্ণব পাত্র, সন্দীপ দাস, সাস্কৃতিক উপদেষ্টা রত্না দে ও সম্পাদিকা পারমিতা সাউ।
এই মহতী উদ‍্যোগের প্রধান উদ্যোগী মানুষ হলেন সংকল্পের সদস‍্য সন্দীপ দাসের । উনার জন্মদিনের প্রয়াস উনি সংস্থার মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর কজের বার্তা দিলেন। উনাকে উপস্থিত অতিথি এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

    নতুন গতি , মেদিনীপুর: মেদিনীপুর কলিজিয়েট বিদ্যালয়ের সামনে সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভার চল্লিশ জন সাফাই বন্ধু কে ফুল,সামান্য ফল , ডিম , কেক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌরসভার স‍্যানীটারী ইন্সপেক্টর শৈবাল গিরি, অভিজিত দাস সহ আরো অনেকে। এই মহামার তে যারা শহরকে পরিস্কার রাখেন তাদের কাজ কে কুর্নিশ জানতে আমাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
    এছাড়াও ঐ দিন বেলা ১২ টা পর্যন্ত শহরের ৬০ জন পুলিশ , সিভিক ও ট্রাফিক ভাইকে ফুল, কেক, ফল, ডিম, লিকুইড ORS, মিনারেল জল এবং মাস্ক দিযে সম্বর্ধনা জানানো হয় ফাউন্ডেশনের উদ্যোগে। উপস্থিত ছিলেন কোতয়ালী আই,সি পার্থ সারথী পাল ও ২ জন দ্বিতীয় অফিসার। ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই ২ জন অফিসারকে সংবর্ধনা দেওয়া হয়। এই উদ্যোগের মূল বার্তা হল ট্রাফিক পুলিশদের এই মহামারি ও প্রবল দাবদাহের মধ্যে থেকে শহরের প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থেকে মানুষ জন কে সামলানো উনাদের কাজ তাদের কাজ কে কুর্নিশ জানানো।

    সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, ডিরেক্টর ড. শান্তনু পাণ্ডা, কনভেনর নরোত্তম দে, সদস্য রকেশ দাস, ডঃ বিদ‍্যুৎ ভট্টাচার্য, শোভন রানা, পিন্টু সাউ, মন্টু সাউ, অর্ণব পাত্র, সন্দীপ দাস, সাংস্কৃতিক উপদেষ্টা রত্না দে ও সম্পাদিকা পারমিতা সাউ।
    এই মহতী উদ‍্যোগের প্রধান উদ্যোগী ব্যক্তি হলেন সংকল্পের সদস‍্য সন্দীপ দাস । উনার জন্মদিনের প্রয়াস উনি সংস্থার মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর কাজের বার্তা দিলেন। উপস্থিত অতিথিবৃন্দ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় উনাকে ।