|
---|
করোনা ভাইরাস মুক্ত বিশ্বের জন্য মাতৃ আরাধনা বীরভূমের খয়রশোলে
সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: করোনা ভাইরাসের কারণে সমগ্র দেশের মানুষ একপ্রকার গৃহবন্দি, ধৈর্য্য ধারণ করতে করতে মানুষ বিভিন্ন কারণে হিমসিম খাচ্ছে।বিয়ে, অন্নপ্রাশন সহ আনন্দনুষ্টান বাদ দিলে ও দিনমজুর, অসহায় দুঃস্থ ব্যাক্তিদের অবস্থা দৈনন্দিন খারাপের দিকে যাচ্ছে, যদিও সরকারি, বেসরকারিভাবে কিছু কিছু ত্রাণের ব্যাবস্থা চলছে কিন্তু এই ব্যাবস্থা কতদিন চলবে তা নিয়ে ও চিন্তা ভাবনা বাড়ছে জনমানসে।বাড়ির পুরুষ মহিলা ছোট বড়ো সকলকে ভাবিয়ে তুলেছে গৃহবন্দি জীবন।চিকিৎসা বিজ্ঞান ও গবেষনা চালিয়ে যাচ্ছে দিবারাত্রি কিন্তু করোনা ভাইরাস থেকে পরিত্রাণের উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না।তাই গ্রাম বাংলার মানুষ ও এখন বাঁচার পথ খুঁজতে বিজ্ঞানের পাশাপাশি ঠাকুর দেবতার কৃপা কামনায় পূজার্চনা করে চলেছেন। এমনি এক চিত্র দেখা গেল বীরভূম জেলার খয়রশোল ব্লকের নাকড়াকোন্দা গ্রামের বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কুমার দের বাড়িতে। জমায়েত নিষিদ্ধ তাই পরিবারের সকল সদস্যদের নিয়ে বিশ্ব মুক্ত করোনার উদ্দেশ্যে মাতৃ আরাধনা করেন আজ। উল্লেখ্য কাঞ্চন বাবু খয়রশোল ব্লক রোগি কল্যাণ সমিতির সদস্য তথা বিধায়ক নরেশ চন্দ্র বাউরীর প্রতিনিধি, সেই সূত্রে করোনা ভাইরাসের প্রচার সহ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগিদের সুবিধা অসুবিধার দিকগুলো দেখাশোনা এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে নিরলসভাবে কাজ করে চলেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে ব্লক স্তরের চিত্র দেখে নিজ উদ্যোগে বাড়িতে মাতৃ আরাধনার আয়োজন বলে প্রতিবেশী সহ তার বন্ধু মহল সূত্রে খবর।