গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস (নোবেল করোনা) গোটা দেশে একটানা লকডাউন চলছে অন্যান্য রাজ‍্য গুলির মতো এরাজ্যের বুকে থাবা বসিয়েছে করোনা

 

     

    নতুন গতি ওয়েব ডেস্ক:

    গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস (নোবেল করোনা) গোটা দেশে একটানা লকডাউন চলছে। অন্যান্য রাজ‍্য গুলির মতো এরাজ্যের বুকে থাবা বসিয়েছে করোনা।দিনের পর দিন বেড়েই চলেছে আক্রান্ত সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা,তমলুক, হলদিয়া সহ বেশ কয়েকটি শহরের মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত এর খবর মিলেছে। হটস্পট জারি করা হয়েছে বেশ কিছু এলাকায়।ফলে কাজকর্ম হারিয়ে সাধারণ মানুষ এখন ঘরবন্দি। ভাইরাসের জেরে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে সমগ্র জেলা জুড়ে। অসহায় দরিদ্র মানুষ দিশেহারা হয়ে পড়েছে।রোজকার না থাকায় টান পড়েছে রুজিতে।খাদ্যের যোগাড় করতে হিমসিম খাচ্ছে সবাই।এই পরিস্থিতিতে সরকার থেকে সাহায্য প্রদান করা হচ্ছে।বহু ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে।খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে।
    নন্দকুমার ব্লকের অন্তর্গত সমগ্র উত্তর ও দক্ষিণ নরঘাট এলাকায় মোট দশ থেকে বারোটা গ্ৰামের প্রায় দেড়শো টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু, সোয়াবিন,মাস্ক ও সাবান তুলে দেন স্থানীয় এক সংগঠন।ওই সংগঠনের সম্পাদক মহঃ সেক আরেফুল জানান আমরা আমাদের নরঘাট ক‍্যুইজ ফোরাম এর সদস্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া ইচ্ছুক মানুষের সহযোগিতা পেয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে ছিলাম।গত দুই দিন ধরে মূলত খেটে খাওয়া মানুষদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়েছি।যাতে এই পরিস্থিতিতে তারা অত্যন্ত পেট চালাতে পারবে। এবং সেই সঙ্গে করোনা সচেতনতা বার্তা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে।আমরা আশা করছি আগামী দিনেও মানুষের পাশে থাকবো।এবং এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেব।