|
---|
কুতুবউদ্দিন মোল্লাা,নতুন গতি,ক্যানিং:বিধানসভা নির্বাচন মিটতেই করোনা সংক্রামণ হয়ে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে দ্রুতগতিতে বাড়ছে।ক্যানিং,বাসন্তী,জীবনতলা,গোসাবা,বারুইপুর,জয়নগর,কুলতলি সহ সর্বত্র বাড়ছে এই মহামারী করোনা সংক্রমণ।উল্লেখ্য মহামারী সংক্রমণ লাগামছাড়া হলেও সতর্ক কিংবা সচেতনতার কোন বালাই নেই সাধারণ মানুষের মধ্যে।সামাজিক দুরত্ব বিধি,মাস্ক,স্যানিটাইজার ছাড়াই পথেঘাটে,বাসে,ট্রেনে যাতায়াত করছেন সাধারণ মানুষ। এছাড়াও কোথাও কোথাও চলছে মেলা পার্বণ। সেখানেও যথারীতি হাজার হাজার মানুষের সমাগম।আর এমন সব ঘটনা থেকে আরো বেশি সংখ্যক সাধারণ মানুষজন করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশাঙ্কা চিকিৎসক মহলে।
আর সেই কারণে সাধারণ মানুষ কে সচেতন করে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য রাজপথে নামলো ক্যানিং থানার পুলিশ প্রশাসন।শনিবার সকাল থেকে ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের নেতৃত্বে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী সচেতনতার উদ্যোগ নিয়ে রাজপথে নামে। এদিন ক্যানিং বাসষ্ট্যান্ড সহ বাজার এলাকায় মাইকিং করে সচেতনতার বার্তা দেওয়া হয়।পথ চলিত সাধারণ মানুষ,গাড়ি চালক,সাইকেল বাইক আরোহীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়ে সচেতন করেন পুলিশ কর্মীরা। এ ছাড়াও মাস্কহীন মানুষের হাতে মাস্কও স্যানিটাইজার তুলে দেন।ক্যানিং থানার আইসি আতিবুর রহমান নিজেই মাইকিং করে সাধারণ মানুষ কে সচেতন করেন এবং মাস্কহীন অসচেতন মানুষের মাস্ক তুলেদেন। অন্যদিকে প্রশাসনের এমন সচেতনতার কর্মকান্ডে সামিল হয়েছিল সুন্দরবনের কবি তথা বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদ সরদার। তিনিও পথচলিত মানুষজনদর কে সচেতনতার বার্তা দিয়ে তাদের হাতে মাস্ক স্যানিটাইজার তুলে দেন।